এফএনএস : আজ (বৃহস্পতিবার) ১৭ মার্চ, ২০২২। বাংলার তাত ও মসলিন শিল্প ধ্বংসের উদ্দেশ্যে ব্রিটিশ রাজের নির্দেশে বাংলার তাতিদের হাতের আঙুল কর্তন শুরু (১৭৬৯)। ফিলিপিনস রাষ্ট্রপতি রামন ম্যাগসেসের মৃত্যু (১৯৫৭)। ইংল্যান্ডের ইয়র্কে ৫ শতাধিক ইহুদীকে গণহত্যা (১৯৯০)। নমপেনে প্রেসিডেন্ট প্রাসাদে বোমাবর্ষণ। প্রেসিডেন্ট লন প্রাণে বাচলেও ২০ জন নিহত (১৯৭৩)। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ অবসানের জন্য শ্বেতাঙ্গ ভোটাররা সংস্কারের পক্ষে গণভোট দেয় (১৯৯২)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ইতিহাসে নজিরবিহীন সিদ্ধান্ত। ২০০২ সালের শীতকালীন খেলার জন্য বিজয়ী দরদাতাদের কাছ থেকে নগদ অর্থ ও অন্যান্য উপহার গ্রহণের অভিযোগে ৬ সদস্যকে বহিষ্কার (১৯৯৯)। উগান্ডায় গীর্জায় অগ্নিকান্ডে ৫৩০ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত। পরবতীতে আরো ৩৯৪টি মৃতদেহ উদ্ধার (২০০০)। চীনে বোমা বিস্ফোরণে ৪টি হোটেল বিধ্বস্ত । নিহত ১০৮ জন (২০০১)।