এফএনএস : আজ (মঙ্গলবার) ২২ মার্চ’২০২২। আনজৌর যুদ্ধে স্কটদের হাতে ইংরেজদের পরাজয় (১৪২১)। বাংলা-বিহারে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত চালু (১৭৯৩)। বহুগামিতা নিষিদ্ধ করে মার্কিন কংগ্রেসে বিল পাস (১৮৮২)। অবিভক্ত ভারতে ফৌজদারি কার্যবিধি প্রবর্তন (১৮৯৮)। কায়রো সনদ গ্রহণের মধ্য দিয়ে আরব লীগ গঠিত (১৯৪৫)। জর্দানের স্বাধীনতা লাভ (১৯৪৬)। ভাইসরয় হিসেবে লর্ড মাউন্ট ব্যাটেনের ভারতে আগমন (১৯৪৭)। ভারতে সরকারিভাবে শকাব্দ পঞ্জিকা চালু (১৯৫৭)। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তানের স্বীকৃতি (১৯৭৪)। নউইয়র্কে যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২৭ (১৯৯২)। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা উইলিয়াম হান্না’র ৯০ বছর বয়সে লস এঞ্জেলসে মৃত্যু (২০০১)।