এফএনএস : আজ (বুধবার) ৩০ মার্চ, ২০২২। আব্বসীয় খেলাফতের পতন যুগে আবুল আব্বাস আহমদ নাসেরের বাগদাদের খেলাফত লাভ (১১৮০)। সিসিলি থেকে ফরাসিদের বহিষ্কার (১২৮২)। ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত (১২৮৩)। পারি শান্তি চুক্তির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান (১৮৫৬)। আমেরিকার রাশিয়ার কাছ থেকে আলাঙ্কা খরিদ (১৮৬৭)। স্ট্যাফোর্ড ক্রিপসের ভারত সংক্রান্ত ঘোষণা প্রকাশ (১৯৪২)। চট্টগ্রামের কালুরঘাটস্থ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স¤প্রচার বন্ধ (১৯৭১)। রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর ৯ মাস নির্বাসিত জীবনযাপন শেষে কম্বোডিয়ার যুগ্ম প্রধানমন্ত্রী প্রিন্স রানারিধের স্বদেশ প্রত্যাবর্তন (১৯৯৮)। বিএনপি সরকারের প্রথম সাংবিধানিক তত্ত¡াবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে পদত্যাগ (১৯৯৬)।