এফএনএস : আজ (শুক্রবার) ০১ এপ্রিল, ২০২২। রক্ত সঞ্চালন পদ্ধতির অন্যতম উদ্ভাবক ডা: উইলিয়াম হর্ডের জন্ম (১৫৭৮)। ভারতে আয়কর চালু (১৮৬৯)। কলকাতা যাদুঘর প্রতিষ্ঠিত (১৮৭৮)। ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিলীতে স্থানান্তর (১৯১২)। করি আবদুল হাই মাশরেকীর জন্ম (১৯১৯)। ভারত শাসন আইন অনুযায়ী প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত (১৯৩৭)। স্পেনে গৃহযুদ্ধের অবসান (১৯৩৯)। যুক্তরাষ্ট্রের বিশ্বে প্রথম আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ (১৯৬০)। আয়াতুলাহ খোমেনি কর্তৃক ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা (১৯৭৯)। প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাস করে পাকিস্তানের জাতীয় পরিষদে বিল পাস (১৯৯৭)। জাতিসংঘ সাধারণ পরিষদ পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে জাতিসংঘের স্টাফদের জন্য ২ দিনের ছুটি বাধ্যতামূলক করে (১৯৯৮)।