এফএনএস : আজ (রোববার) ০৩ এপ্রিল, ২০২২। তুরস্কের সুলতান দ্বিতীয় বায়োজিদ কর্তৃক তার পুত্র প্রথম সেলিমের কাছে রাজ্যের ক্ষমতা হস্তান্তর (১৫১২)। ফ্রান্স ও স্পেনের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর। চুক্তি অনুযায়ী স্পেনকে ১৫০ বছর ইতালি শাসনের ক্ষমতা প্রদান (১৫৫৯)। রাজা নবমচার্লসের নিজেকে সুইডেনের সর্বময় ক্ষমতার অধিকারী ঘোষনা (১৬৯৩)। রানী ভিক্টোরিয়াকে ভারত স¤্রাজ্ঞী ঘোষণা (১৮৫৭)। যুক্তরাষ্ট্রে প্রথম ঘোড়ার ডাক চালু (১৮৬০)। ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনীর অনুপ্রবেশ (১৯৩৯)। আরব জাতিগুলো ইসরাইলের সঙ্গে সামরিক যুদ্ধ বিরতি চুক্তিতে উপনীত (১৯৪৯)। শেরে বাংলার নেতৃত্বে পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন (১৯৫৪)। লিবিয়ায় গাদ্দাফি বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ২২ জনের মৃত্যুদন্ড কার্যকর (১৯৭৭)। গিনিতে সামরিক অভ্যুত্থান (১৯৮৪)।