এফএনএস : আজ (শনিবার) ০৪ এপ্রিল’ ২০২২। সুইডেনের বিরুদ্ধে ডেনমার্কের যুদ্ধ ঘোষণা (১৬১১)। খাসিয়া বিদ্রোহ শুরু (১৮২৯)। উত্তর ভারতে ভ‚মিকম্পে ২০ হাজার লোকের প্রাণহানি (১৯০৫)। সোভিয়েত ইউনিয়ন ও কমিউনিস্ট বিশ্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ধনতান্ত্রিক দেশগুলোর সামরিক জোট গঠন (১৯৪৯)। তথ্য পাচারের অভিযোগে কমিউনিষ্ট কর্মী রোজেনবার্গ দম্পতিকে মার্কিন সরকারের মৃত্যুদন্ড (১৯৫১)। আমেরিকার কৃষ্ণাঙ্গ মানবাধিকার নেতা মার্টিন লুথার কিং আততায়ীর গুলিতে নিহত (১৯৬৮)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্ববৃহৎ এবং চাঞ্চল্যকর হত্যাকান্ড-সেভেন মার্ডার (১৯৭৪)। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর ফাঁসি কার্যকর (১৯৭৯)। প্রথম ভারতীয় নভোচারী রাকেশ শর্মার সোভিয়েত সহায়তায় মহাকাশ অভিযান (১৯৮৪)।