এফএনএস : আজ (মঙ্গলবার) ০৫ এপ্রিল’২০২২। ফরাসী বিপ্লবী ডান্টন ও ক্যামিলি দেসমৌলিনের ফাসি কার্যকর (১৭৯৪)। লন্ডনে চালকবিহীন স্বয়ংক্রিয় প্রথম পাতাল রেল চালু (১৯৬৪)। যুদ্ধরত পূর্বপাকিস্তান (বর্তমান বাংলাদেশ) থেকে বিদেশীদের সরিয়ে নেয়া শুরু (১৯৭১)। কঙ্গোতে কর্নেল ওপাঙ্গোর ক্ষমতা দখল (১৯৭৭)। বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের ৫ম সংশোধনী পাস (১৯৭৯)। বিমান দুর্ঘটনায় রুয়ান্ডা ও বরুন্ডির প্রেসিডেন্টদ্বয় নিহত (১৯৯৪)। এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেম শুরু (১৯৯৬)। জাপানে বিশ্বের সবচেয়ে বড় ১২ হাজার ৮৩১ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতু চালু (১৯৯৮)। ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত (২০০০)।