আজ (বুধবার) ০৬ এপ্রিল, ২০২২নিউইয়র্কে শ্বেতাঙ্গ মনিবদের বিরুদ্ধে নিগ্রো ক্রীতদাসদের বিদ্রোহ (১৭৭২)। কলকাতা কর্পোরেশন অনুমোদন (১৮৭৬)। ভারতীয় টেলিগ্রাফের জনক শিবচন্দ্র নদীর মৃত্যু (১৯০৩)। প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকার মিত্রপক্ষে যোগদান (১৯১৭)। রাউলাট আইনের প্রতিবাদে ভারতে সর্বপ্রথম হরতাল পালিত (১৯১৯)। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অনুষ্ঠানে কবি নজরুলের শেষ ভাষণ (১৯৪১)। বাংলাকে জাতীয় ভাষা করার দাবিতে সমগ্র পূর্ব বাংলায় জাতীয় ভাষা দিবস পালিত (১৯৫১)। দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকার পর তাইওয়ানের প্রেসিডেন্ট চিয়াং কাই শেকের মৃত্যু (১৯৭৫)।