এফএনএস : আজ (শনিবার) ০৯ এপ্রিল, ২০২২। তুরস্কে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে রহিত ঘোষণা (১৯২৮)। দিয়ের ইয়াসিন (বর্তমানে ইসরাইল)-এ ইহুদি মিলিশিয়া কর্তৃক শতাধিক আরবকে হত্যা (১৯৪৮)। সুয়েজ খাল সবধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত (১৯৫৭)। পাক-ভারত সীমান্ত যুদ্ধ শুরু (১৯৬৫)। প্রথম যাত্রীবাহী সুপারসনিক বিমান উড্ডয়ন (১৯৬৯)। দিলীতে বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধবন্দীকে প্রত্যাপণের চুক্তি স্বাক্ষর (১৯৭৪)। কাশ্মিরের ১১ হাজার ফুট উচ্চ বানিহাল গিরিপথ অতিক্রম করে ভারতীয় সেনা ক্যাপ্টেন এইচ জে সিংয়ের বিশ্বরেকর্ড (১৯৮৪)। নেপালে রাজনৈতিক কর্মকান্ডের ওপর থেকে ৩ দশকের নিষেধাজ্ঞা প্রত্যাহার (১৯৯০)। ফুজিমোরি দ্বিতীয় দফায় পেরুর প্রেসিডেন্ট নির্বাচিত (১৯৯৫)। বাংলাদেশ ক্রিকেট দলের আইসিসিতে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন (১৯৯৭)। সৌদি আরবে হজে¦র শেষদিনে ভীড়ের চাপে পদদলিত হয়ে ১৫০ নিহত (১৯৯৮)। নাইজারের প্রেসিডেন্ট ইব্রাহিম দেহরক্ষীর গুলিতে নিহত (১৯৯৯)।