এফএনএস : আজ ১০ এপ্রিল ২০২২। মারাঠা অধিনায়ক শিবাজির জন্ম (১৬২৭)। হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ফ্রিডরিখ হ্যানিম্যানের জন্ম (১৭৫৫)। নবাব সিরাজুদ্দৌলার মুর্শিদাবাদের সিংহাসনে আরোহন (১৭৫৬)। বৈজ্ঞানিক পদ্ধতিতে সাভে কাজের সূচনা (১৮০২)। কলকাতায় আর্য সমাজ প্রতিষ্ঠা (১৮৭৫)। সান ইয়াৎসেন চীনের প্রেসিডেন্ট নির্বাচিত (১৯২১)। মার্কিন সিনেটে নাগরিক অধিকার বিল গৃহীত (১৯৬০)। ১২৯ জন নাবিকসহ আমেরিকার আণবিক শক্তিচালিত সাবমেরিন প্রেসার ডুবে যায় (১৯৬৩)। মুজিবনগরে সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার সনদ ঘোষণা (১৯৭১)। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন: শাহ আবদুল হামিদ স্পিকার, মোহাম্মদউলা ডেপুটি স্পিকার (১৯৭২)। ইরানে ভ‚মিকম্পে ৩ সহ¯্রাধিক লোক নিহত (১৯৭২)।