এফএনএস : আজ (রোববার) ১৭ এপ্রিল, ২০২২। ওয়ারেন হেস্টিংস কর্তৃক কলকাতায় প্রথম মাদ্রাসা স্থাপন (১৭৮১)। মার্কিন প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ৮৪ বছর বয়সে মৃত্যুবরণ (১৭৯০)। গুয়াতেমালা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা (১৮৩৯)। কলকাতায় প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু (১৮৯৯)। ইথিওপিয়ার দাস প্রথা বিলুপ্ত (১৯৩২)। জার্মানদের কাছে যুগোশ্লাভিয়ার পরাজয় (১৯৪০)। সিআইএ’র বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দেড় সহ¯্রাধিক কর্মীর কিউবা উপসাগর নির্বাসিত কিউবান প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর সরকারকে উৎখাতের ব্যর্থ অভিযান (১৯৬১)। মহাকাশযানে সফলতার সাথে অক্সিজেন ট্যাক সংযোজনের ৪ দিন পর এ্যাপোলো-৪ এর নভোচারীরা পৃথিবীতে ফিরে আসেন (১৯৭০)। খেমাররুজ বাহিনীর কাছে রাজধানী নমপেন আত্মসমপণ। কম্বোডিয়ায় গৃহযুদ্ধের অবসান (১৯৭৫)। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপলী রাধাকৃষ্ণের মৃত্যু (১৯৭৫)।