এফএনএস : আজ (সোমবার) ১৮ এপ্রিল’ ২০২২। সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের মৃত্যু (১৮৮৯)। মাস্টার দ্য সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামে বৃটিশদের অস্ত্রাগার লুট (১৯৩০)। লীগ অব ন্যাশন-এর আনুষ্ঠানিক বিলুপ্তি (১৯৪৬)। বিজ্ঞানী আইনস্টাইনের মৃত্যু (১৯৫৫)। কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন (১৯৭১)। বাংলাদেশের কমনওয়েলথের সদস্যপদ লাভ (১৯৭২)। জিম্বাবুয়ের স্বাধীনতা লাভ (১৯৮০)। বৈরুতে খ্রিস্টান-মুসলমান লড়াই; ১২৮ জনের মৃত্যু (১৯৮৯)। পাকিস্তানে প্রেসিডেন্ট ইসহাক খান কর্তৃক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বরখাস্ত। জাতীয় পরিষদ বিলুপ্ত (১৯৯৩)।