এফএনএস : আজ (বুধবার) ২০ এপ্রিল, ২০২২। পানিপথের যুদ্ধে আফগানদের কাছে মোগলদের পরাজয় (১৫২৬)। অস্ট্রিয়াতে জার্মান স্বৈরশাসক এডলফ হিটলারের জন্ম (১৮৮৯)। কিউবা থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার (১৯০২)। মন্টিনিগ্রোর রাজা নিকোলাস সিংহাসনচ্যুত (১৯১৯)। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ব্রিগেডের ফ্রান্সে পদার্পণ (১৯৪০)। ব্রিটিশ সেনাবাহিনীর বার্লিনে প্রবেশ (১৯৪৫)। নদার্ন রোডেশিয়ায় নির্বাচনে ইউনাইটেড ফেডারেল পার্টির জয় (১৯৫৯)। লাওসে সামরিক অভ্যুত্থান ব্যর্থ (১৯৬৪)। যুক্তরাষ্ট্রের এ্যাপোলো-১৬’র নভোচারীরা নিরাপদে চাদে অবতরণে সফল (১৯৭২)। শ্রীলংকায় একটি বিশাল সেচ মজুদাগারে ফাটল ধরে বিরাট এলাকা জুড়ে প্লাবন। দুশতাধিক প্রাণহানি। ২০ হাজার পরিবার গৃহহীন (১৯৮৬)। ইকুয়েডরের যাত্রীবাহী বিমান কলম্বিয়ার পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হয়ে ৫৩ আরোহীর সবাই নিহত (১৯৯৮)।