রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভূস্বর্গ কাশ্মির এখন জনশূন্য \ সীমান্তে গোলাগুলি সিমলা চুক্তি স্থগিত ও ভারতের ওপর প্রভাব \ বেলুচিস্তানে বোমা হামলায় ৪ নিরাপত্তা কর্মী নিহত গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত শোলমারি সুইসগেট ও ভরাট নদী পরিদর্শনে খুলনা জেলা প্রশাসক বহেরা বাজার কমিটির নির্বাচন সভাপতি রাজীব—সম্পাদক রানা কলারোয়ায় মেয়েকে গলা কেটে হত্যা করল মা কলারোয়ায় বিএনপি’র সাংগঠনিক কমিটির মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিব থামছে না সুন্দরবনে হরিণ শিকার যশোরে হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতকের লাশ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে পেঁৗছেছেন ড. ইউনূস

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

এফএনএস : আজ (শুক্রবার) ২৫ এপ্রিল ২০২৫। ১৫৫৯ – সুয়েজ খাল খননের কাজ শুরু। ১৭৯২ – প্যারিতে প্রথম গিলেটিন স্থাপিত হয়। ১৮৫৯ – সুয়েজ খাল খননের কাজ শুরু হয়। ১৮৮২ – খুলনা জেলা গঠিত হয়। ১৯০১ – যুক্তরাস্ট্রের প্রথম রাজ্য হিসাবে নিউইয়র্কে অটোমোবাইলের প্লেট চালু হয়। ১৯১৫ – গ্যালিপলির যুদ্ধের সূচনা। ১৯৫৩ – দ্বিসূত্রক ডিএনএ আবিষ্কার। ১৯৫৪ – আওয়ামী লীগের পাক-মার্কিন সামরিক চুক্তি বিরোধী প্রতিবাদ দিবস পালন। ১৯৬৬ – ভয়ানক এক ভুমিকম্পে তাসখন্দ শহর ধ্বংসপ্রাপ্ত হয়। ১৯৭১ – মুজিবনগর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান স¤প্রচার শুরু। ১৯৭১ – মুজিবনগর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান স¤প্রচার শুরু। ১৯৭১ – ভিয়েতনামে সামরিক অভিযানের বিরোধীতা করে যুক্তরাষ্ট্রের প্রায় দুই লক্ষ জনতা ওয়াশিংটনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। ১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাওস। ১৯৭২ – বাংলাদেশকে লাওসের স্বীকৃতি দান। ১৯৭২ – টাঙ্গাইলের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট। ১৯৭৫ – ৫০ বছর পর পর্তুগালে প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৭৫ – বাকশালে যোগদান করে আতাউর রহমান খানের বিবৃতি। ১৯৭৫ – বাকশাল চেয়ারম্যান শেখ মুজিবর রহমান সংসদের প্রাক্তন বিরোধীদলীয় নেতাকে বাকশালের সদস্যপদ দিয়েছেন। ১৯৭৬ – অভ্যন্তরীণ ধান চাউল সংগ্রহনীতি ঘোষণা। ১৯৭৭ – ইসলামি ব্যাংকের সঙ্গে স্বাক্ষর। ১৯৭৮ – বিতাড়িত ২৫ হাজার বর্মি উদ্বাস্তুর বাংলাদেশে প্রবেশ। ১৯৮০ – ৮ জনের নয়া প্রতিমন্ত্রী ও ৪ জন উপমন্ত্রীর শপথগ্রহণ। ১৯৮০ – পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসনের দাবি। ১৯৮২ – ক্যাম্প ডেভিড চুক্তি অনুসারে ইসরায়েল সিসনাই উপত্যাকা থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করে। ১৯৮৯ – ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জাপানের প্রধানমন্ত্রী নোবোরু তাকাশিতা পদত্যাগ করেন। ১৯৯০ – জাকাতের টাকা ও কাপড় সংগ্রহ করতে গিয়ে চট্টগ্রামে ৩৬ জনের মৃত্যু। ১৯৯১ – সরকারি দলের আপত্তির মুখে রেডিও-টিভিকে স্বায়ত্তশাসিত করার প্রস্তাব নাকচ হয়ে যায়। ১৯৯৩ – যুদ্ধাপরাধী হিসেবে গোলামের বিচার দাবিতে জাতীয় সমন্বয় কমিটির আহŸানে জনতা সচিবালয় ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ। পুলিশসহ ৩ শতাধিক আহত। ১৯৯৬ – এরশাদের মুক্তির দাবিতে জাতীয় পার্টির নেতাদের ৭ঘন্টা অনশন। ১৯৯৬ – ‘ভবিষ্যতে কোন্ রাজনৈতিক দল জয়লাভ করবে এবং আপনাদের অবস্থানের উপর তা কি প্রভাব ফেলবে, সে কথা ভেবে আপনারা অযথা কোনো দুশ্চিন্তা করবেন না। পরম করুণাময় যিনি আমাদের সকলের অভিভাবক, তিনিই তার অপার অনুগ্রহে আমাদের সকলকে হেফাজত করবেন।’Ñজেলা প্রশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। ১৯৯৬ – ঢাকায় ২৪ ঘন্টায় ২০০ ছিনতাই। ১৯৯৮ – মডেল ওয়াচ-এর সুন্দরী প্রতিযোগিতা সরকারের অনুমতি নেই। ১৯৯৮ – সার্ক তথ্যমন্ত্রীদের প্রথম সম্মেলন ঢাকায় শুরু। ১৯৯৯ – পেট্রোবাংলা ৯০ কোটি টাকা ঋণ নিয়ে গ্যাসের দাম দিয়েছে। গ্যাস কেনাবেচা খাতে মাসে ২-৩ লাখ ডলার ক্ষতি।-ভোরের কাগজ। ১৯৯৯ – ফেনী সীমান্তে নির্মাণাধীন ফ্লুইসগেটে ভারতীয় দুবৃত্তদের হামলায় ১০ নির্মাণ শ্রমিক আহত। ১৯৯৯ – ধর্মমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সরিষাবাড়িতে বিএনপি-আওয়ামী লীগ বন্দুক যুদ্ধ। নিহত ১, আহত ৫০। ১৯৯৯ – প্যারিসে দাতারা সাহায্যের কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রæতি দেয়নি।-সাংবাদিক সম্মেলনে এডিবির আবাসিক প্রতিনিধি। ১৯৯৯ – যশোরের দৈনিক রানা’র সম্পাদক সাইফুল আলম মুকুলকে হত্যার মামলায় বিএনপি’র তরিকুল সহ আসামি ২২ জনের বিরুদ্ধে চার্জশিট। ১৯৯৯ – কাজী আরিফ হত্যার মামলায় লালটুসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট। ১৯৯৯ – গত তিন দিনে সারাদেশে ৪ হাজার ২৭৫ জন গ্রেফতার, পুলিশ ঢাকায় কোনো পেশাদার সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারেনি। ১৯৯৯ – ‘অন্যদল যখন অস্ত্র নিয়ে আসে, সন্ত্রাস করে তখন আমাদের ছেলোও উৎসাহিত হয়Ñতারাও তো তরুণ।’-ঢাকা রিপোর্টার্স ইউনিটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী। ১৯৯৯ – চট্টগ্রামে ১৩১৬ বঙ্গাব্দের ১২ বৈশাখ আবদুল জব্বার সওদাগর কর্তৃক প্রবর্তিত বলী খেলায় দু’বারের চ্যাম্পিয়ন কামালকে হারিয়ে সিদ্দিক বলী চ্যাম্পিয়ন। ১৯৯৯ – ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বোমা হামলায় পুলিশসহ আহত ২০, গ্রেফতার ২৭, ব্যাপক গাড়ি ভাঙচুর। ২০০০ – সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ছয়জন অতিরিক্ত বিচারপতির স্থায়ী বিচারপতি হিসাবে শপথগ্রহণ। ২০০০ – তত্ত¡াবধায়ক সরকার প্রশ্নে আওয়ামী লীগ ও বিএনপি’র সম্পাদকদ্বয়ের প্রতি হাইকোর্টের রুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com