সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আল—জাজিরাকে প্রধান উপদেষ্টা মোদি বললেন শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না পাকিস্তান—আফগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, নিহত ৫৪ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও সুতার রিল জব্দ শ্যামনগরে পুলিশের অভিযানে ৪ আসামী গ্রেফতার চুনারব্রীজ মাদীনাতুল উলুম মাদানীনগর মাদরাসার হিফজ ছবক উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে ইয়াবা সহ ২ জন গ্রেফতার তালায় ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন মুন্সীগঞ্জে ভাঙন কবলিত ভেড়ীবাধ পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দ নলতা মিতালী কচি—কাঁচার মেলার আয়োজনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

এফএনএস : আজ (শনিবার) ২৬ এপ্রিল ২০২৫। ১৫২৬ — মুঘল স¤্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন। ১৫৫৫ — জার্মানীর অগসবার্গ শহরের নামে সেখানে কংগ্রেস গঠিত হয়। ১৫৬৪ — পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের জন্ম। ১৭০১ — ব্রিটেনের জন মরিস মোগল স¤্রাট আওরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন। ১৭৭০ — ক্যাপটেন কুক নিউ সাউথ ওয়েলসে পদার্পণ করেন। ১৭৮৯ — ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়। ১৯১৫ — যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া লন্ডনের গোপন চুক্তিতে (ংবপৎবঃ ঃৎবধঃু ড়ভ খড়হফড়হ) ইতালিকে ব্রেনার গিরিপথ (ইৎবহহবৎ ঢ়ধংং) পর্যন্ত ত্রেন্তিনো (ঞৎবহঃরহড়), তিরোল (ঞরৎড়ষ), ইস্ত্রিয়া (ওংঃৎরধ), ডালমাসিয়া (উধষসধঃরধ), দোদেকানিজে (উড়ফবপধহবংব) দিতে সম্মত হয়। ১৯১৯ — লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়। ১৯২০ — পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে। ১৯২০ — আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়। ১৯৫২ — জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়। ১৯৬৫ — মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের জনস্বার্থ রক্ষার অজুহাত দেখিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপর সামরিক হামলা চালায়। ১৯৬৯ — ফ্রান্সের প্রেসিডেন্ট এর পদ থেকে দ্যগল ফ্যান্সের পদত্যাগ। ১৯৭২ — বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাইবেরিয়া। ১৯৭২ — বাংলাদেশকে লাইবেরিয়ার স্বীকৃতি দান। ১৯৭২ — হাটবাজারের ইজারাপ্রথা বিলোপ ঘোষণা। ১৯৭৩ — অসদুপায়ের জন্য ৭৮টি দোকানের লাইসেন্স ও ডিলারশিপ বাতিল। ১৯৭৪ — ৩ দিনের সরকারি সফরে বার্মার প্রেসিডেন্ট নে—উইনের ঢাকা আগমন। ১৯৭৪ — বিশেষ ক্ষমতা আইনের অধীনে বাংলাদেশবিরোধী কার্যকলাপে জন্য খান এ. সবুর, খাজা খায়েরুদ্দিন ও শফিকুর রহমান গ্রেফতার। ১৯৭৫ — কমনওয়েলথ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে প্রেসিডেন্ট শেখ মুজিবর রহমান কিংসটনের উদ্দেশে যাত্রা। ১৯৭৬ — সাভারে আনসারদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে মেজর জেনারেল জিয়া। ১৯৭৭ — বিশ্ববিদ্যালয় এলাকায় হত্যা মামলায় ৬ জনের ১৪ বছর করে কারাদণ্ড। ১৯৭৭ — বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে ৩৩১ জন শ্রমিক ও ম্যানেজার পুরস্কৃত। ১৯৭৭ — বিশিষ্ট নাট্যশিল্পী বজলুল করিমের ইন্তেকাল। ১৯৭৮ — ঢাক্তার—ইঞ্জিনিয়ারদের ধর্মঘটের অবসান। ১৯৭৮ — ঢাকায় কলেজ—শিক্ষক সমিতির সম্মেলন উদ্বোধন। ১৯৭৯ — প্রশ্নপত্র জালের ঘটনায় এসএসসি পরীক্ষা স্থগিত। ১৯৭৯ — ওলন্দাজ ও মালয়েশীয় প্রতিনিধিদলের আগমন। ১৯৮০ — দিল্লিতে যৌথ নদী কমিশনের বৈঠক। ১৯৮২ — প্রেস কমিশন গঠন। ১৯৮৩ — নলছিটি (বরিশাল) থানার নাচনমহল পুলিশ ফাঁড়ি লুট, গুলি ও গণ পিটুনিতে ৫ জন নিহত। ১৯৮৬ — রাশিয়ার ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক শক্তিকেন্দ্রে বিস্ফোরণ ঘটলে ৩১ জন নিহত ও ১৫ হাজার লোক পারমাণবিক তেজস্ক্রিয়ার স্বীকার। ১৯৮৭ — চাকমা প্রত্যাবাসন প্রশ্নে ঢাকায় বাংলাদেশ—ভারত বৈঠক। ১৯৮৮ — পার্বত্য চট্টগ্রামের মাটিরাঙ্গায় শান্তিবাহিনীর নির্মমতায় ১৪ জন নিহত। ১৯৮৯ — খরা থেকে মুক্তি পেতে প্রেসিডেন্টের আহ্বানে সারা দেশে ইসতেস্কার নামাজ আদায়। বৃষ্টি। মানিকগঞ্জে আড়াইশ মাইল বেগে টর্নেডো। ছয় শতাধিক নিহত, আহত ১৫ হাজার। ১৪টি ইউনিয়ন ধ্বংস। লক্ষাধিক গৃহহীন। ত্রাণ ও উদ্ধার তৎপরতার নির্দেশ। ১৯৯২ — রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯২ — রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের ঐকমত্য। ১৯৯২ — সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আফগান যোদ্ধাদের ১৩ বছরের যুদ্ধের পর তারা বিজয় লাভ করে। ১৯৯২ — সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com