এফএনএস : আজ (শুক্রবার) ২২ এপ্রিল, ২০২২। লন্ডনে রয়াল সোসাইটি গঠিত (১৬৬২)। দক্ষিণ অস্ট্রেলিয়ায় প্রথম পার্লামেন্ট অধিবেশন (১৮৫৭)। সোভিয়েত নেতা লেনিনের জন্ম (১৮৬৯)। রুশ বিপ্লবের রূপকার ও প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ভুাদিমির ইলিচ লেনিনের জন্ম (১৮৭০)। মিশরের সঙ্গে (ইরাকের) কোনো আরব দেশের প্রথম বন্ধুত্ব চুক্তি স্বাক্ষর (১৯৩১)। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নিউগিনিতে প্রবেশ (১৯৪৪)। হোসেন শহীদ সোহরাওয়াদী অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী নিযুক্ত (১৯৪৬)। মেক্সিকোতে গ্যাসোলিন শোধনাগারে বিস্ফোরণে ২০০ নিহত (১৯৯২)। উচ্চ আদালতের রায়ে জামায়াত নেতা গোলাম আযমকে বাংলাদেশের নাগরিক ঘোষণা (১৯৯৩)। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট নিক্সন স্ট্রোকে নিহত (১৯৯৪)। পেরুতে জিম্মি সংকটের অবসান (১৯৯৭)।