এফএনএস : আজ (সোমবার) ০৯ মে, ২০২২। নতুন পৃথিবীর সন্ধানে কলম্বাসের কাদিজ থেকে চতুর্থ এবং সর্বশেষ অভিযাত্রা শুরু (১৫০৯)। ডিউক হেনরি পোল্যান্ডের রাজা নির্বাচিত (১৫৭৩)। ব্রিটেনে কৃতদাস প্রথা বিলোপের জন্য পার্লামেন্টে বিল পাস (১৭৮৮)। আমেরিকায় দাস বিদ্রোহের নেতা জন ব্রাউনের জন্ম (১৮০০)। বোম্বেতে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু (১৮৭৪)। ইতালি-ইথিওপিয়া একত্রীভুক্ত। রাজা তৃতীয় ভিক্টর এমানয়েল নিজেকে স¤্রাট ঘোষণা করেন (১৯৩৬)। জাকির হোসেন ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট নির্বাচিত (১৯৬৭)। কবি অরুন ভট্টাচার্যের মৃত্যু (১৯৮৫)। নেলসন ম্যান্ডেলা দঃ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত (১৯৯৪)। ১৫ বছর পর উগান্ডায় প্রথম রাষ্ট্রপতি নির্বাচন (১৯৯৬)। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে নিবীয় নেতা গাদ্দাফির নাইজেরিয়া গমন (১৯৯৭)। গজল স¤্রাট তালাত মাহমুদের মৃত্যু (১৯৯৮)।