এফএনএস : আজ (বুধবার) ১১ মে’২০২২। কনস্ট্যান্টনোপলে রোম সা¤্রাজ্যের নতুন রাজধানী স্থাপন (৩৩০)। অস্ট্রিয়া, হল্যান্ড ও ইংল্যান্ড (মিত্র শক্তি) এর বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে ফরাসি বাহিনীর বিজয় (১৭৪৫)। ইংল্যান্ডের কমন্স সভায় প্রধানমন্ত্রী স্পন্সার পারসিভেল নিহত (১৮১২)। ঐতিহাসিক আজাদী আন্দোলনের সিপাহীদের দিলী অধিকার। বাহাদুর শাহকে স¤্রাট ঘোষণা (১৮৫৭)। ভারতের কোলকাতা হাইকোর্টে দায়েরকৃত কোরআন বাজেয়াপ্ত মামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ । পুলিশের গুলি বর্ষণ। রাজশাহীতে ১১ জন নিহত (১৯৮৫)। গাজায় ২৭ বছরের ইসরাইলি দখলদারিত্বের অবসান (১৯৯৪)। ভারত রাজস্থানের ভ‚-গর্ভে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। উপমহাদেশে নতুন করে উত্তেজনা সৃষ্টি (১৯৯৮)।