এফএনএস : আজ (বৃহস্পতিবার) ১২ মে’২০২২। ব্রিটেন ও স্কটল্যান্ডের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর (১৫৩৫)। উপমহাদেশের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান প্রতিষ্ঠিত (১৮৭৮)। পোল্যান্ডে জোসেফ পিলসুদস্কির নেতৃত্বে অভ্যুত্থান (১৯২৬)। বাংলাদেশের সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার (১৯৫৫)। প্রবল জলোচ্ছাস ও ঘূর্ণিঝড়ে বাংলাদেশের উপক‚লে ২০ হাজার লোকের প্রাণহানি (১৯৬৫)। নেপালে ৩২ বছর পর প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত (১৯৯১)। মালদ্বীপে ৯ম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত (১৯৯৭)। ভারত ও পাকিস্তানের নেতৃবৃন্দ ৪ বছরের মধ্যে প্রথমবারের মতো মালদ্বীপে বৈঠকে বসতে সম্মত (১৯৯৭)। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কাটারের কিউবা সফর। প্রেসিডেন্ট ক্যাস্ট্রো ৪৩ বছর পূর্বে কিউবার রাষ্ট্রক্ষমতায় বসার পর এই প্রথম আমেরিকার কোনো শীর্ষ নেতার কিউবা সফর (২০০২)।