এফএনএস : আজ (শনিবার) ১৪ মে, ২০২২। তৃতীয় শিক্ষাগুরু অমরদাশের মৃত্যু (১৫৭৪)। মৌলবাদী রোমান ক্যাথলিক ফ্রাঙ্কো রাভাইলাক কর্তৃক ফ্রান্সের চতুর্থ রাজা হেনরি খুন (১৬১০)। চতুর্দশ লুই মাত্র ৪ বছর বয়সে ফ্রান্সের স¤্রাট নির্বাচিত (১৬৪৩)। এডওয়ার্ড জেনার পরীক্ষামূলকভাবে টাকা দানের ক্ষেত্রে সফলতা অর্জন (১৭৯৬)। স্পেনের কাছ থেকে প্যারাগুয়ের স্বাধীনতা লাভ (১৮১১)। বাংলা ব্যঙ্গ সাহিত্যের পথিকৃৎ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম (১৮৪৯)। পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের জন্ম (১৯০৭)। চিত্র পরিচালক মূনাল সেনের জন্ম (১৯২৩)। ফিলিস্তিন রাষ্ট্র গঠন (১৯৪৮)। আদমজী পাটকলে ভয়াবহ বাঙালি-অবাঙালি দাঙ্গা (১৯৫৪)। রাশিয়া ও পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে ওয়ারশ চুক্তি স্বাক্ষর (১৯৫৫)। ফিজিতে পার্লামেন্টে সৈন্যদের হামলা। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাকে অপহরণ করে সামরিক শাসন জারি (১৯৮৭)। আর্জেন্টিনায় প্রেসিডেন্ট কার্লোস মেনেম দ্বিতীয় মেয়াদে নির্বাচিত (১৯৯৫)।