এফএনএস : আজ (শুক্রবার) ২০ মে, ২০২২। সিরিয়ায় ভ‚মিকম্পে আড়াই লাখ লোকের মৃত্যু (৫২৬)। বিখ্যাত সাধক কবি জালাল উদ্দিন রুমির জন্ম (৬০৪)। জাপানের কামাকুরাতে ভ‚মিকম্পে ৩০ হাজার লোকের মৃত্যু (১২৯৩)। বাহমনির সুলতান দাউদ শেখ নিহত (১৩৭৮)। বিশ্বখ্যাত অভিযাত্রী ও আবিষ্কারক নাবিক কলম্বাসের মৃত্যু (১৫০৬)। ইংরেজ দার্শনিক জন টুয়ার্ড মিলের জন্ম (১৮০৬)। স্বদেশী আন্দোলনের নেতা ও বিশিষ্ট বাগ্মী বিপিনচন্দ্র পালের মৃত্যু (১৯৩২)। প্রথম মহিলা বৈমানিক এমেলিয়া ইয়ারহার্টের আটলান্টিক পাড়ি (১৯৩২)। প্রথম মার্কিন হাইড্রোজেন বোমা বিকিনি অ্যাটল নিক্ষিপ্ত (১৯৫৬)। পশ্চিমবঙ্গে বাংলা একাডেমী প্রতিষ্ঠিত (১৯৮৬)। বাংলাদেশে ক্যু’র ব্যর্থ চেষ্টা । সেনাপ্রধান জেনারেল নাসিম বরখাস্ত (১৯৯৬)। পূর্ব তিমুরের স্বাধীনতা লাভ (২০০২)।