এফএনএস : আজ (শনিবার) ২৮ মে, ২০২২। ব্রিটিশ কর্তৃক মীর জাফরকে বাংলার নবাব ঘোষণা (১৭৫৭)। নেপোলিয়ন বোনাপোর্ট নিজেকে ফ্রান্সের স¤্রাট ঘোষণা (১৮০৪)। ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম মহাযুদ্ধ সমাপ্ত (১৯১৯)। বেলজিয় সেনাবাহিনীর জার্মানির কাছে আত্মসমর্পণ (১৯৪০)। ফিলিস্তিনি মুক্তি সংস্থা (পিএলও) গঠিত (১৯৬৪)। ভারতে বাজপেয়ি সরকারের পতন। দেবগৌড়া প্রধানমন্ত্রী নির্বাচিত (১৯৯৬)। রাশিয়ার নেস্তেগস্কর শহরে প্রবল ভ‚মিকম্প । ২ হাজার লোকের প্রাণহানি (১৯৯৫)। পাকিস্তানে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ (১৯৯৮)।