এফএনএস : আজ (রোববার) ২৯ মে, ২০২২। তুরস্কের কনস্টানটিনোপল জয় (১৪৫৩)। রাজা দ্বিতীয় চার্লসের জন্ম (১৬৩০)। মোস্তফা চতুর্থ কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় ক্ষমতাচ্যুত (১৮০৭)। সার্বিয়ার রাজা আলেকজান্ডার আর্বেনোভিচ সস্ত্রীক নিরাপত্তা রক্ষিদের হাতে নিহত (১৯০৩)। মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডির জন্ম (১৯১৭)। নিউজিল্যান্ডের হিলারি ও নেপালের তেনজিংয়ের এভারেস্ট শৃঙ্গ জয় (১৯৫৩)। শেরেবাংলা এ.কে ফজলুল হকের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল। পূর্ববাংলার গভর্নর শাসন জারি (১৯৫৪)। বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত (১৯৯০)। কর্ণফুলী সেতু আনুষ্ঠানিকভাবে চালু (১৯৯০)। ক্রোয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা (১৯৯১)। বেনজামিন নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচিত (১৯৯৬)। বাংলাদেশে আলীগ সরকার কর্তৃক সপ্তায় শুক্র-শনি দুদিন ছুটি ঘোষণা (১৯৯৭)। নাইজেরিয়ায় সামরিক শাসনের অবসান। ওলুসেগুন ওবাসাঞ্জো ১৫ বছরের মধ্যে নাইজেরিয়ার প্রথম বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত (১৯৯৯)।