এফএনএস : আজ (রোববার) ০৫ জুন, ২০২২। আব্বাসীয় খলিফা মুতাসিম বিলাহর ইন্তেকাল (৮৪২)। ফ্রান্সের রাজা দশম লুইয়ের মৃত্যু (১৩১৬)। বিখ্যাত অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথের জন্ম (১৭২৩)। লুই বোনাপাত হল্যান্ডের রাজা নিযুক্ত (১৮০৬)। ডেনমার্কে মহিলাদের ভোটাধিকার প্রদান (১৯১৫)। তুর্কিদের বিরুদ্ধে আরব বিদ্রোহ শুরু (১৯১৬)। তুরস্কে সর্বশেষ জানেসারি বিপ্লবের সূচনা (১৯২৬)। আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী রবার্ট কেনেডি আততায়ীর গুলিতে নিহত (১৯৬৮)। কমন মার্কেটে থাকা না থাকা নিয়ে ব্রিটেনের ইতিহাসে সর্বপ্রথম গণভোট । অধিকাংশ ভোট কমন মার্কেটে থাকার পক্ষে (১৯৭৫)। আট বছর বন্ধ থাকার পর সুয়েজ খাল পুনরায় উন্মুক্ত (১৯৭৬)। অমৃতসর স্বর্ণ মন্দিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলা। উগ্রপন্থী ৬শ হিন্দু নিহত (১৯৮৩)। আলজেরিয়ায় প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত (১৯৯৭)।