এফএনএস : আজ (সোমবার) ০৬ জুন, ২০২২। হযরত উম্মে সালমা (রাঃ)-এর ইন্তেকাল (৬৭৯)। সুইডেনের রানী ক্রিস্টিনার রাজ সিংহাসন ত্যাগ (১৬৫৪)। সুইডেন ও ডেনমার্কের দীর্ঘদিনের যুদ্ধাবসান (১৬৬০)। দীনহীন অবস্থায় অজ্ঞাত পরিচয় মুসাফিররূপে আজমীর শরীফের বাইরে বাংলার ভাগ্য বিড়ম্বিত নবাব মীর কাসিম আলীর ইন্তেকাল (১৭৭৭)। স্পেন ও পর্তুগালের মধ্যে বাদাহস চুক্তি স্বাক্ষর (১৮০১)। কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি বিচারপতি শম্ভুনাথ পন্ডিতের মৃত্যু (১৮৬৭)। ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্ণোর জন্ম (১৯০১)। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ফিনল্যান্ডের যুদ্ধ ঘোষণা (১৯১৯)। ব্রিটেনের কাছ থেকে মালাবির স্বাধীনতা লাভ। কামুজাবান্দা প্রধানমন্ত্রী নিযুক্ত (১৯৬৪)। রোডেশিয়ায় কয়লা খনি বিস্ফোরণে ৪৩১ জন নিহত (১৯৭২)। সোভিয়েত ইউনিয়নে চলন্ত ট্রেনে অগ্নিকান্ডে শতাধিক লোক নিহত (১৯৮৯)। সাইবেরিয়ায় ৪৬০ শরণার্থীকে গণহত্যা, যাদের অধিকাংশই নারী ও শিশু (১৯৯৩)। কলম্বিয়ায় ভয়াবহ ভ‚মিকম্পে ১ হাজার নিহত (১৯৯৪)।