মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইসরাইলের সর্বত্র হামলা আশঙ্কা ঃবাজছে সাইরেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

দষ্টিপাত ডেস্ক ॥ দখলদার ইসরাইলি বাহিনী পবিত্র রমজানমাসেররোজার দিনগুলোতেও গাজা উপত্যকায় বিমান হামলা ও স্থল হামলা পরিচালনা অব্যাহত রেখেছে। রোজার আগে যেমন হামলা ছিল রোজা শুরুতে হামলার ধরনও প্রকৃতি সামান্য পরিবর্তন ঘটেনি। বরঞ্চ ব্যাপক ও বৃহত্তর পরিসরে হামলার ঘটনা ঘটাচ্ছে ইসরাইল। লাখ লাখ ফিলিস্তিনির জন্য এই রমজান মাস কেবল সিয়াম সাধনার মাস হিসেবে এসেছে তা নয় এই পবিত্র রমজান মাসে ফিলিস্তিনিরা হত্যাকান্ডের শিকার হচ্ছে। না খেয়ে অভূক্ত থাকছে। সেহরী ও ইফতারী পর্যন্ত করতে পারছে না। ইফতার সহ রমজান সামগ্রী সংগ্রহের প্রাক্কালে নির্মম হামলায় নিহত হচ্ছে। এদিকে দখলদার আর হামলাকারী ইসরাইল এবার নিজেই হামলার শিকার হতে যাচ্ছে অথবা যে কোন সময়ে যে কোন মুহুর্তে ইরান ইসরাইলের ভূখন্ডে হামলা পরিচালনা করতে পারে এমন আশঙ্কা হতে ইসরাইল তারা সেনাবাহিনীতে কর্মরত যেসকল সদস্য ছুটিতে ছিলো তাদের ছুটি বাতিল করেছে। সম্ভাব্য হামলা মোকাবিলায় সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহন, সাইরেন বাজানো এবং উল্লেখযোগ্য সংখ্যক আশ্রয় শিবিরও খুলেছে। ইরানের দুতাবাসে,বিভিন্ন দেশে বিশেষ করে সিরিয়া ও জর্দানে নিযুক্ত ইরানের জাতীয় প্রতিরক্ষা বাহিনী ও বিপ্লবী গাডের্ঃর কমান্ডারদের ইসরাইল একের পর এক হামলা চালিয়ে হত্যা করে আসছে। অতি সম্প্রতি সিরিয়ায় হামলা চালিয়ে ইরানের সেনা বাহিনীর উর্ধতন কর্মকর্তাকে হত্যার পর ইরান প্রকাশ্যে ঘোষনা দেয় যে এই হত্যা ও হামলার প্রতিশোধ গ্রহন করবে। সেই থেকে ইসরাইল ইরানী হামলা আতঙ্ক আছে। যে কোন সময়ে ইরান ইসরাইলের ভূ-খন্ডে হামলা চালাতে পারে। আল জাজিরা টেলিভিশন জানিয়েছে ইসরাইলি সরকারের ইরানী হামলা প্রস্তুতিতে ইতিমধ্যে সাধারন ইসরাইলিদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। এদিকে হামাস ও ইসরাইলের সাথে আবারও যুদ্ধ বিরতি আলোচনা শুরু হয়েছে। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত উক্তযুদ্ধে বিরতি আলোচনায় অগ্রগতির বিষয়ে জানা না গেলেও সংশ্লিষ্ট সূত্র গুলোর বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশন জানিয়েছে হামাস গাজায় স্থায়ী যুদ্ধ বিরতির বিষয়টি নিশ্চিতকরতে চাইছে। একদিকেযুদ্ধ বিরতির আলোচনা অন্যদিকে ইসরাইলি হামলা ও ফিলিস্তিনিদের হত্যা সবমিলে ইসরাইল চরম নিষ্ঠুরতার পথেই হাটছে। গতকালও বিভিন্ন এলাকায় বিমান হামলায় ষাটজন নিহত হয়েছে এমনটি দাবী করেছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত কয়েকদিনের ব্যবধানে আবারও গাজার ইফতার বিতরন আয়োজনে দখলদার ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। গত ছয় মাসে দখলদার ইসরাইল বাহিনী গাজার বিভিন্ন এলাকাতে বিমান হামলা,স্থল অভিযান ও গুলি বর্ষন করে ত্রেতিশ হাজারের অধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদিকে অভূক্ত থেকেই পবিত্র রমজান মাসের রোজা রাখছে ফিলিস্তিনিরা। গতকালও ইফতারি আয়োজনে ইসরাইলি বাহিনী বিমান হামলা পরিচালনা করেছে। দখলদার ইসরাইলের বিমানহামলায় ুিনহত সাতত্রান কর্মির মৃত্যুর পর থেকে দখলদার ইসরাইল ভিন্ন প্রকৃতির চাপে আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়াগুলো। গতকাল ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে গাজায় পর্যাপ্ত খাদ্য তৎপরতা পরিচালনা ও পর্যাপ্ত খাদ্য অনুপ্রবেশের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে ইসরাইল। এক কথায় ইসরাইল গাজায় ত্রান সরবরাহের পথ খোলার ঘোষনা দিয়েছে। ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ও হামলা করার প্রতিশুতিবদ্ধ হিজবুল্লাহ ও হুতি যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে ভু-খন্ডে ওসাগরেযুদ্ধ অব্যাহত রেখেছে। গতকালও হিজবুল্লাহ লেবানন থেকে ইসরাইলে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com