শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাজার মাটিতে যোদ্ধাদের সাথে প্রকাশে হামাস নেতা রেকর্ড ভাঙ্গা তাপদাহে পুড়ছে দেশ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইংরেজদের বিরুদ্ধে কবিতার মাধ্যমে আন্দোলন গড়ে তুলেছিলেন নজরুল সম্মিলনে সাবেক সিনিয়র সচিব -মো: আব্দুস সামাদ শ্যামনগরে বাংলা লোকনাট্য ইনস্টিটিউট সংবর্ধনা ও বর্ষবরণ দেবহাটার বীর মুক্তিযোদ্ধা আবু মুছার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ইসরাইল হামাসের বিশভাগ সক্ষমতা ও ধ্বংস করতে পারেনি শ্যামনগরে ঘূর্ণিঝড় বিষয়ক গনসচেতনামূলক মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে অসহায় দুস্থ ও হতদরিদ্র নারী কর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ক্রেতা সাধারণ জিম্মি ব্যবসায়ীদের হাতে———– কপিলমুনিতে গলাকাটা দরে কেজিতে তরমুজ বিক্রয় বড়দলে উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে সুরক্ষা সেবা প্রদান

জি.এম আব্দুল আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালাম একাদশ চ্যাম্পিয়ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

তালা প্রতিনিধি \ তালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি প্রয়াত জি.এম. আব্দুল আলী স্মরনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে তালার কালাম ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার ১২নং খলিলনগর ইউনিয়ন পরিষদ’র আয়োজনে, বুধবার (১১ জানুয়ারী) বিকালে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্ট সম্পন্ন হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান- পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. সাজ্জাদ হোসেন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ এবং মরহুম জি.এম আব্দুল আলীর ছেলে সাইদুর ইসলাম মুকুল। শিক্ষক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ইমান আলী, সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সমর মন্ডল, বীর মুক্তিযোদ্ধা কোহিনূর বিশ্বাস, শিক্ষক গাজী মোমিন উদ্দীন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা তালার কালাম ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে খুলনার পাইকগাছা উপজেলার হাবিবনগর ফুটবল একাদশকে পরাজিত করে। এর আগে নির্ধারিত সময়ের উভয় দলের মধ্যকার খেলা গোলশূন্য ড্র থাকে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, শিক্ষক দেলোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com