শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটার বীর মুক্তিযোদ্ধা আবু মুছার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ইসরাইল হামাসের বিশভাগ সক্ষমতা ও ধ্বংস করতে পারেনি শ্যামনগরে ঘূর্ণিঝড় বিষয়ক গনসচেতনামূলক মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে অসহায় দুস্থ ও হতদরিদ্র নারী কর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ক্রেতা সাধারণ জিম্মি ব্যবসায়ীদের হাতে———– কপিলমুনিতে গলাকাটা দরে কেজিতে তরমুজ বিক্রয় বড়দলে উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে সুরক্ষা সেবা প্রদান আশাশুনি তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির প্রার্থনা করে ইসতেসকার নামাজ আদায় আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা হাফিজের রাস্ট্রীয় মর্যাদায় দাফন আশাশুনিতে বৃষ্টি জন্য ইস্তেস্কার নামাজ আদায় পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক সভা ও গাছে পাখির বাসা স্থাপন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

পাইকগাছা প্রতিনিধি \ পাখি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের ভারসম্য রক্ষা করে পাখি। ফসল ক্ষেতের পোকা মাকড় খেয়ে পাখি আমাদের নানা ভাবে উপকার করে। পাখি সংরক্ষণে বনবিবির এই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই।পাখি সুরক্ষায় বনবিবির এ কাজে আমার সহযোগীতা থাকবে। পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচারণক্ষেত্র তৈরি করতে সকলকে সহযোগীতা করার আহবান জানান। গত ২৪ মে বুধবার দুপুরে পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় ও বাজার খোলা প্রাঙ্গণে পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পাখি শিকার রোধে উদ্বুদ্ধকরণ সভা ও গাছে পাখির বাসা স্থাপন উদ্বোধন কালে অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা-৬ (পাইকগাছা- কয়রা) সংসদ সদস্য মো: আক্তারুজ্জামান বাবু উপরোক্ত কথা বলেন। স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যেগে পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন ও সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। এ সময় উপস্থিত ছিলেন ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান সরদার, সহকারি প্রধান শিক্ষাক শিব শংকর চক্রবর্তী, গোপালপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক সুস্মিতা সোম, শিক্ষক সেলিম রেজা, সোজন বাদিয়ার ঘাট এর সভাপতি শাহাজান আলী, কবি রোজী সিদ্দিকী, কবি ও পরিবেশ কর্মি ঐশী আক্তার লিমা, শিক্ষার্থী মনিরা আহম্মেদ, লাবিবা আক্তার, অর্থি বিশ্বাস, সেতু আক্তার, লিনজা আক্তার, তামান্না আক্তার, রিদাতুল জান্না সাউদিয়া, দ্বীপান্বিতা অধিকারী, পরিবেশ কর্মি আব্দুল বারিক, কার্তিক মণ্ডল প্রমুখ। পাখি সহ সকল বন্যপ্রাণী শিকার, হত্যা, লালন-পালন, ক্রয়-বিক্রয় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন- ২০১২, অনুযায়ী দন্ডনীয় অপরাধ সম্বলিত সাধারণ মানুষকে সচেতন করতে,শিকারী ও অসাধুদের সতর্ক করতে উপজেলার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় ও বাজার খোলা প্রাঙ্গণে পাখির বাসার জন্য কাঠের তৈরি বাস্ক ও মাটির পাত্র স্থাপন করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ পাস করেছে। এ আইনে পাখি শিকার, হত্যা, আটক ও কেনা বেচা দন্ডনীয় অপরাধ। পাখি হত্যা করলে যার সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা। উল্লেখ্য, পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। পাখির অভায়রণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতারণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com