বুধবার, ০১ মে ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

পারুলিয়া আমিনিয়া ক্যাডেট অ্যাকাডেমী আরবির সাথে আধুনিক শিক্ষার আলোকিত শিক্ষালয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ মার্চ, ২০২৪

দেবহাটা অফিস ॥ কেবলমাত্র আরবি শিক্ষা নয়, ইংরেজি এবং বাংলা, গণিত সহ আধুনিক শিক্ষার অবারিত ক্ষেত্র বি¯ৃ—ত করেছে পারুলিয়া আমিনিয়া ক্যাডেট অ্যাকাডেমী পারুলিয়া মৎস্য আড়ৎ সংলগ্ন বহুতল ভবনে দুই হাজার বাইশ সাল থেকে শিক্ষার আলো ছড়াচ্ছে। ব্যতিক্রমধর্মী এই শিক্ষালয়, হাফেজ মুফতি কামরুজ্জামান ছিদ্দিকীর পরিচালনায় ও সার্বিক ব্যবস্থাপনায় তেরজন শিক্ষক আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ার মাধ্যমে শিক্ষা দানে রত। প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুফতি কামরুজ্জামান ছিদ্দিকী দৃষ্টিপাতকে জানান, প্লে থেকে ৬ষ্ঠ শ্রেনি, আরবি বাংলা ইংরেজি সহ অন্যান্য বিষয় পাঠদান করা হয়। আমিনিয়া ক্যাডেট অ্যাকাডেমীতে নুরানী, কায়দা, ফ্রি হেফজ, হেফজ বিভাগের মাধ্যমে হেফজ রিভিশন এর মাধ্যমে কুরআন শিক্ষাকে এগিয়ে নিচ্ছে। কুরআন মুখস্থ, শুদ্ধ উচ্চারনে হেফজ বিভাগ অতি দায়িত্বের সাথে কাজ করে চলেছেন। দুরদুরান্ত হতে অভিভাবকরা তাদের সন্তানদেরকে প্রতিষ্ঠানটিতে সন্তানদের শিক্ষা নিতে ভর্তি করছে। বর্তমানে আশি জন শিক্ষার্থীর এই বিদ্যাপিঠটি অতি অল্প সময়ের মধ্যে বিশেষ ভাবে এগিয়ে চলেছে। মনোরম পরিবেশ, দক্ষ পরিচালনা, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, সব মিলে আমিনিয়া ক্যাডেট অ্যাকাডেমী শিক্ষার আলো বিকিরন করে চলেছে। আরবি শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষার অন্যন্য অসাধারন এই প্রতিষ্ঠানটির বর্তমান পড়ালেখা এবং সামগ্রীক ব্যবস্থাপনা আগামী দিন গুলোতে আলোকিত প্রতিষ্ঠানে পরিনত হবে এমন প্রত্যাশা অ্যাকাডেমীর প্রতিষ্ঠাতা, পরিচালক, শিক্ষক সহ অভিভাবকদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com