শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটার বীর মুক্তিযোদ্ধা আবু মুছার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ইসরাইল হামাসের বিশভাগ সক্ষমতা ও ধ্বংস করতে পারেনি শ্যামনগরে ঘূর্ণিঝড় বিষয়ক গনসচেতনামূলক মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে অসহায় দুস্থ ও হতদরিদ্র নারী কর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ক্রেতা সাধারণ জিম্মি ব্যবসায়ীদের হাতে———– কপিলমুনিতে গলাকাটা দরে কেজিতে তরমুজ বিক্রয় বড়দলে উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে সুরক্ষা সেবা প্রদান আশাশুনি তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির প্রার্থনা করে ইসতেসকার নামাজ আদায় আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা হাফিজের রাস্ট্রীয় মর্যাদায় দাফন আশাশুনিতে বৃষ্টি জন্য ইস্তেস্কার নামাজ আদায় পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বিষ্ণুপুর চৌমুহনী হাট চত্বরে তৃণমূল পর্যায়ে স্মার্ট ভূমিসেবার বুথ উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ স্মার্ট ভূমিসেবা চালুর ফলে নাগরিকের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে। সেই সাথে কমবে অযথা মামলা মোকদ্দমা ও হয়রানী। তৃণমূল পর্যায়ে ভূমিসেবা নিশ্চিত করতে ভূমিসেবা বুথ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী একথা বলেন। বুধবার (২৪ মে) বেলা ১১ টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী হাট চত্বরে জয়পত্রকাটি তহশিল অফিসের আয়োজনে বুথ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে ও ভূমি অফিসের অফিস সহায়ক আয়ুব হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউপির সাবেক মেম্বর শেখ কওছার আলী, সাংবাদিক ইশারাত আলী, সাংবাদিক শিমুল হোসেন, দৈনিক দৃষ্টিপাতের বিষ্ণুপুর প্রতিনিধি আলমগীর হোসেন, তাপস কুমার ঘোষ ও ভূমি অফিসের অফিস সহায়ক রনজিত কুমার সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন- এক টুকরা জমি কেনার আগে অনলাইনেই তাৎক্ষণিক আপনি জমির মালিকানা পরিবর্তনের ইতিহাস, যেমন- জমিটি কতবার ভাগ হয়েছে, কতজন নতুন মালিক যুক্ত হয়েছেন, বর্তমানে কত অংশ অবশিষ্ট আছে, সর্বশেষ জরিপে কত অংশ নতুনভাবে নামজারি হয়েছে প্রভৃতি জানতে পারছেন। একই সঙ্গে এনআইডি নম্বরের মাধ্যমেও জানতে পারছেন জমির প্রকৃত মালিক কে। জমিটি ক্রয়ান্তে নিবন্ধন করার পরই যদি স্বয়ংক্রিয়ভাবে নামজারি হোল্ডিং তৈরি হয়ে ভূমি উন্নয়ন কর নির্ধারণ এবং একই সঙ্গে একক মালিক ভিত্তিক খতিয়ান ও মৌজা ম্যাপও প্রস্তুত হয়ে যায় তাহলে? সেই সঙ্গে ক্রয়কৃত জমির মালিকানার প্রমাণ হিসাবে যদি একধরনের সার্টিফিকেটই যথেষ্ট হয়! নতুন জমি কিনে হঠাৎ কোনো কারণে আপনার ভূমিবিষয়ক একটি তথ্য জানা খুব প্রয়োজন হয়ে পড়েছে। সেক্ষেত্রে অন্য কাউকে জিজ্ঞাসা না করেই আপনি মুহূর্তেই এআই পোর্টাল থেকে চ্যাটবটের সঙ্গে কথোপ কথনের মাধ্যমেই জবাব পেয়ে গেলেন! একসময় উপর্যুক্ত এসব ঘটনা কষ্টকল্পনা কিংবা স্বপ্নবিলাস মনে হলেও আজ তা বাস্তবতা। ভূমি মন্ত্রণালয় এ স্মার্ট ব্যবস্থা একটি প্ল্যাটফরম (ষধহফ.মড়া.নফ) থেকেই বাস্তবায়নের জন্য কাজ করছে। স্মার্ট ভূমি ব্যবস্থাপনার প্রথম ধাপে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রেজিস্ট্রেশন- মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ এবং ‘স্মার্ট ভূমি -পিডিয়া’ এবং অন্যান্য তিনটি উদ্যোগ উদ্বোধন করেছেন, যা ভূমি সংস্কারে আনবে এক নবদিগন্ত। সারা দেশে স্মার্ট ভূমিব্যবস্থা চালু হলে নাগরিকদের খুব প্রয়োজন ছাড়া ভূমি অফিসে যেতে হবে না। একবার কোথাও ডিজিটাল জরিপ সম্পন্ন হলে সেখানে ভবিষ্যতে আর জরিপ করার প্রয়োজন পড়বে না। ভূমি নিয়ে মামলা- মোকদ্দমা ও সীমানা বিরোধ কমে যাবে বহুলাংশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষ ও কার্যকর স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত হলে নিশ্চিত হবে বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার অন্যতম মৌলিক ভিত্তি ভূমির ন্যায্য অধিকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com