শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মে দিবস’ শ্রমিকদের মর্যাদা ব্যতীত দেশ-জাতির উন্নয়ন সম্ভব নয় মার্কিন রনতরিতে হুতিদের ড্রোন হামলা আগুন ঝরা তাপদাহ নানান ধরনের রোগ ছড়াচ্ছে মসলা যুক্ত ভারী খাবার গ্রহণ না করার পরামর্শ চিকিৎসকদের ডাঃ শরিফুল ইসলাম সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেলেন জিরো পয়েন্ট রুপালী ব্যাংকর নতুন শাখা উদ্বোধন ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে ফতেপুর ইয়ংস্টার ক্লাব চ্যাম্পিয়ন সাতক্ষীরায় বিআরটিএ মোবাইল কোর্ট অব্যাহত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত শ্যামনগরে তাপ প্রবাহজনিত পীড়ন প্রতিরোধে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে জনসচেতনা সভা অনুষ্ঠিত

ভাদিয়ালী হাইস্কুলের পক্ষ থেকে এমপি ফিরোজ আহমেদ স্বপনকে সংবর্ধনা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নৌ ও পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আহমেদ স্বপনকে সংবর্ধনা দিয়েছে কলারোয়ার সীমান্তবর্তী ভাদিয়ালি হাইস্কুল। শনিবার দুপুরে স্কুল চত্বরে ওই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানটি উপলক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তরেখা সোনাই নদীর তীরে অবস্থিত বিদ্যালয় চত্বর নবীন-প্রবীন মানুষের পদচারণায় মুখরিত হয়ে এক অসম্ভব মধুময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অতিথি ও আগন্তুকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয় মূল রাস্তা থেকে গোটা ক্যাম্পাস। ভাদিয়ালী স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও কাজীরহাট করেজের সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি এমপি ফিরোজ আহমেদ স্বপন এমপি বলেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সেক্টরে উন্নয়ন করেছেন। রাজধানী দিয়াবাড়ি থেকে মতিঝিল আসতে কয়েক ঘন্টা লাগতো, এখন মেট্রোরেল অল্প সময়ে পৌঁছানো সম্ভব। চট্টগ্রামে বঙ্গবন্ধু ট্যানেল তৈরি করা হয়েছে নদীর তলদেশ দিয়ে। নিকট ভবিষ্যতে ই-ক্যাশ চালু করা হবে। কাগুজে নোটের ব্যবহার কমিয়ে অনলাইন লেনদেন করা হবে। এতে সর্বক্ষেত্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে, দুর্নীতি কমবে। ভাদিয়ালি হাইস্কুলে চারতলা ভবন নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এমন ভবনের নির্মাণ করা হবে যাতে পাশের সোনাই নদীর ওপারে ভারতের হাকিমপুরের লোকজন দূর থেকে শেখ হাসিনার উন্নয়নের নমুনা দেখতে পায়। এমপি স্বপন আরো বলেন, যেতে হবে বহুদূরে। কলারোয়াকে আরো সম্মানিত করতে হবে। কলারোয়ার মানুষকে এখন আর ডিও লেটারের জন্য ধর্ণা দিতে হবে না। আমি নই, কলারোয়ার সকল মানুষ এখন এমপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই অঞ্চলের শিক্ষা ও শিক্ষকদের উন্নয়ন আরো এগিয়ে নিয়ে যেতে চাই। জনগণের পাশে থেকে একটি উন্নত ও সমৃদ্ধশালী সাতক্ষীরা গড়ে তোলা’র প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাদিয়ালি হাইস্কুলের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, আওয়ামী লীগ নেতা কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন লাল্টু, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, আফজাল হোসেন হাবিল, মাহবুবুর রহমান মফে, মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, বিশাখা তপন সাহা, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, মনিরুল ইসলাম, আসলামুল ইসলাম, নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুর রশিদ মিয়া, শিক্ষক দীপক শেঠ, শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, যুবলীগ নেতা শেখ ইমরান হোসেন, শেখ মাছুমুজ্জামান মাসুম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আসিকুর রহমান মুন্না প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সুধীজনসহ সর্বস্তরের বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com