মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মার্কিন জাহাজে হামলা চালিয়েছে হুতিরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ ইসরাইল বাহিনীর গণহত্যা থেমে নেই। একদিকে গোটা বিশ্ববাসি তথা বিশ্বের শত শত কোটি মানবতাবাদী জনসমষ্টি অন্যদিকে দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর সেনা, অত্যাধুনিক বিমান আর ট্যাংঙ্ক। প্রতিদিনই দখলদার বাহিনী নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনিদেরকে হত্যা করছে। এমন কোনদিন নেই, এমনকোন সময় নেই যে সময়ে বা দিনে নিজ ভূমিতে ফিলিীস্তুিুনরা রাশ হচ্ছে না। পুরো গাজা গত পাঁচমাসে রক্তপাতের নগরীতে পরিনত হয়েছে। গাজা হয়ে উঠছে বিরান ভূমি আর লাশের শহর। মরা পঁচা লাশের গন্ধ পুরো গাজায়। ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, আশ্রয় শিবির কোনটাই অবশিষ্ট নেই। সব স্থানেই দখলদার ইসরাইলি বাহিনীল নির্মম নিষ্ঠুরতার স্পর্শ। দৃশ্যতঃ ঐতিহ্য আর ইতিহাসের স্বাক্ষী গাজা আশ্রয় শিবিরে পরিনত হয়েছে। দখলদার বাহিনীর হামলায় গতকাল পর্যন্ত ত্রিশ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা অতি শান্ত নিরিবিলি শহর খ্যাত রামাল্লাতেও ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। এতোদিনে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা মধ্যগাজা, উত্তর,পশ্চিম,দক্ষিন সেই সাথে খান ইউনিস, রাফায় ব্যাপক ভাবে হত্যাযজ্ঞ পরিচালনা করলেও রামাল্লা শহরে তারা হামলা ও হত্যাকান্ড হতে বিরত থাকলেও গত দুই দিনে রামাল্লার সর্বত্র বিমান হামলা পরিচালনায় রামাল্লা শহর ও লাশের শহরে পরিনত হয়েছে। এদিকে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা জানিয়েছে রমজান মাসে ফিলিস্তিনিরা নির্বিঘ্নে আল আকসা মসজিদে নামাজ আদায় করতে পারবেন বলে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর নিশ্চিত করেছে। উল্লেখ্য সপ্তাহ পূর্বে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষনা দেন যে রমজান মাসে ফিলিীস্তনিরা আল আকসা মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে কোন ধরনের সমস্যার মুখোমুখি হবে। নিশ্চিত ভাবেই তারা নামাজ সহ রমজানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন। উল্লেখ্য প্রতি বছর রমজান মাসে লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা আল আকসা মসজিদের উপস্থিত হয়ে নামাজ কায়েম করে থাকে। ধারনা করা হচ্ছিল দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা রমজানের দিনগুলোতে দখলদার ইসরাইলি বাহিনীর সদস্যরা হয়ত আল আকসামসজিদে নামাজ আদায় করতে দেবে না। ইতিমধ্যে হামাস প্রধান ইসমাইল হানিয়া রোজার শুরুর সাথে সাথেআল আকসা মসজিদ অভিমুখে যাত্রা করার। এদিকে কায়রোতে হামাসও ইসরাইলির মাঝে যুদ্ধবিরতির আলোচনাও প্রস্তাব আরও একদিন বধিত করা হয়েছে। কাতার ও মিশরের প্রতিনিধিদের আহবান ও অনুরোধে হামাস প্রতিনিধিরা মিশরের রাজধানী কায়রোতে অবস্থানকরছে। গতকাল আল জাজিরা টেলিভিশনের পক্ষহতে বলা হয়েছে হামাস এর সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড তাদের নিজস্ব টেলিগ্রাম পোসেট বলেছে গাজা হতে ইসরাইল তার সেনা বাহিনী প্রত্যাহার না করলে ইসরাইলের সাথে কোন অবস্থাতেই বন্দী মুক্তি ও যুদ্ধ বিরতি চুক্তি হবে না। এদিকে হুতি যোদ্ধাদের হুমকিও ঘোষণা পার তে না হতেই হুতি যোদ্ধারা আবারও লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়েছে। আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম ও সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে হুতি যোদ্ধারা লোহিতসাগরে অবস্থান ও চলাচল করা মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা বাহী জাহাজে হামলা চালিয়েছে। সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে যে, হুতি হামলায় জাহাজটি ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছে। হুতিদের ঘোষনা যতদিন পর্যন্ত ইসরাইলি বাহিনী গাজায় হামলা পরিচালনা করবে ততোক্ষন পর্যন্ত হুতিরা সাগরে হামরা পরিচালনা করবে। একই সুরে কথা বলেছে হিজবুল্লাহ গেরিলারা তাদের ভাষ্য কোন অবস্থাতেই ইসরাইলের ভূ-খন্ডে আমরা হামলা বন্ধ করবো না যতক্ষন না পর্যন্ত ইসরাইলিবাহিনীর সদস্যরা গাজায় হামলা বন্ধ না করবে। হামাসের পক্ষ হতে হুশিয়ারী উচ্চারন করে বলা হয়েছে বিশ্ব নেতৃত্ব গাজায় মানবিকতা প্রদর্শনে চরম ভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। হামাস যুদ্ধেরতথা ইসরাইলের গণহত্যার বিষয়ে ইরান, রাশিয়া,চীনবরাবরই সোচ্চার তবে সর্বাপেক্ষা প্রতিক্রিয়া ব্যক্তকরে চলেছে রাশিয়া এবং তুরস্ক। উল্লেখ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমীর পুতিন গতকাল ইসরাইলকে আবারও সতর্ক করে বলেছে কোন অবস্থাতেই ইসরাইলকে ক্ষমা করাহবে না। রাফায় যে গণহত্যা চলছে তার পরিনতি অবশ্যই ইসরাইলকে ভোগ করতে হবে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান আবাও হুশিয়ারী উচ্চারন করে বলেছে ইসরাইল কেবল মধ্যপ্রাচ্যের কসাই তা নয় ইসরাইলি মানবতার শত্র“, এদিকে গতকাল দখলদার ইসরাইলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছ উক্ত বিমান হামলায় অন্তত ত্রিশজন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। খান ইউনিসের আল আকসা ও রাফার আল নাসের হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা পালিয়ে যাচ্ছে। হাসপাতাল দুটিতে কোন ধরনের চিকিৎসক না থাকায় দৃশ্যতঃ চরম ভাবে চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা জানিয়েছে গতকাল গাজায় প্রবেশ করতে যাওয়া ত্রানবাহী ট্রাক আটকে দিয়েছে ইসরাইলি সেনারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com