শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটার বীর মুক্তিযোদ্ধা আবু মুছার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ইসরাইল হামাসের বিশভাগ সক্ষমতা ও ধ্বংস করতে পারেনি শ্যামনগরে ঘূর্ণিঝড় বিষয়ক গনসচেতনামূলক মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে অসহায় দুস্থ ও হতদরিদ্র নারী কর্মীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ক্রেতা সাধারণ জিম্মি ব্যবসায়ীদের হাতে———– কপিলমুনিতে গলাকাটা দরে কেজিতে তরমুজ বিক্রয় বড়দলে উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে সুরক্ষা সেবা প্রদান আশাশুনি তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টির প্রার্থনা করে ইসতেসকার নামাজ আদায় আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা হাফিজের রাস্ট্রীয় মর্যাদায় দাফন আশাশুনিতে বৃষ্টি জন্য ইস্তেস্কার নামাজ আদায় পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সাতক্ষীরার স্বর্ণ কন্যা সাবিনাকে শুভেচ্ছা জানালো জেলাবাসি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ হিমালয় জয় করা, বিশ্বকে তাক লাগানো আর দেশকে আনন্দস্রোতের জয়গানে ভাসিয়ে দেওয়ার দুর্বার দুর্দান্ত সাতক্ষীরার সোনার মেয়ে সাবিনা গতকাল নিজ জেলার শত সহস্র মানুষের ভালবাসায় সিক্ত হলো। হ্যাঁ আমাদের সাবিনা, সাতক্ষীরার সাবিনা, দেশ সেরা সাবিনা, সাফ ফুটবল জয়ী সাবিনা অদম্য পরিশ্রম, সাফল্যের স্বর্ণশিখরে আরোহন কারীনি সাবিনা গতকাল নিজ জেলা সাতক্ষীরায় ফেরেন সকালে। এর পূর্বে গত দুই দিন যাবৎ শহরময় প্রচার হয় সাবিনা সাতক্ষীরায় আসছে। সর্বস্তরের জনমানুষ তাদের প্রিয় সন্তানকে সম্বর্ধনা জানাতে এক নজর দেখতে গভীর আগ্রহ নিয়ে অপেক্ষার প্রহর গুনতে থাকেন। বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা যে সাতক্ষীরার সন্তান তা অনেকেই জানতেন না, তবে কয়েক বছর যাবৎ সাবিনা বলে একটা মেয়ে জাতীয়দলে আছে যার বাড়ী সাতক্ষীরায় এমনটি জানতেন, জেলাবাসি, জেলার বিশলক্ষাধীক মানুষ জেনেছে তাদের সাবিনাই জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক। সাতক্ষীরার সোনার মেয়েসাবিনা সকাল নয়টার দিকে নিজ বাসভবন থেকে সার্কিট হাউস চত্বরে এসে পৌছায়। ধিরস্থির এবং অতি স্বাভাবিক ভাবে নিজ জেলার মানুষের পাশে অবস্থান নিলেন, ততক্ষনে বিপুল সংখ্যক আবাল বৃদ্ধ বনিতা সার্কিট হাউস চত্বরে উপস্থিত হয়। জেলা ক্রীড়া সংস্থা সহ অপরাপর একাধিক সংগঠন জিপখোলা গাড়ী নিয়ে উপস্থিত, সাদা টি শাট পরিহিত সাবিনা স্বভাব সুলভ ভাবে মিষ্টি মধুর স্মিত হাসি আর প্রিয় সাতক্ষীরার মানুষের আবেগ অনুভূতি ও ইচ্ছাকে সম্মান জানিয়ে জিপ খোলা জীপে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানালেন। ধীরগতিহতে সাবিনাকে বহন কারী জীপ ছুটছে আর সড়কের দুই ধারের জনমানুষ, পথচারী সাতক্ষীরার সোনার মেয়ে, দেশের বাঘিনী কন্যা, ফুটবলের স্বর্ণ কন্যাকে এক নজর দেখছেন আর শুভেচ্ছা জানাচ্ছেন। সাবিনাকে বহন করা জীপ ধীরে অতি ধীরে শহরের ব্যস্ততম সড়ক দ্বীপ একে একে পার হয়ে শহরের সর্বত্র পরিভ্রমন শেষে নিউমার্কেট চত্বরে থামে অজস্র মানুষের ভালবাসায় সিক্ত হয়ে বাসায় ফেরেন সাতক্ষীরার সোনা দেশ বিখ্যাত সাবিনা। এর পূর্বে সাতক্ষীরার কৃতিসন্তান, দেশের গর্ব সাবিনা সাংবাদিকদের বলেন আমাদের এই জয় দেশবাসির জন্য উৎসর্গ করেছি। মরহুম পিতার শুন্যতা অনুভব করছেন বলে জানান আমার বাবা বেঁচে থাকলে ভিশন খুশি হতো, কৃতজ্ঞতা প্রকাশ করেন তার শিক্ষাগুরু আকবর আলীর প্রতি সাবিনা আরও বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষন খেলোয়াড়দের খোজ খবর রাখেন। তিনি আমাদের প্রেরনা দিয়ে চলেছেন, উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ আশরাফুজ্জামান আশু, ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুল হাসান মুক্তি, মীর তাজুল ইসলাম রিপন, ফারহা দিবা খান সাথী, কাজী আক্তার হোসেন, ইকবাল কবির খান বাপ্পী, শিমুল সামস্ প্রমুখ। এছাড়া বিপুল সংখ্যক ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, ফুটবল প্রেমিক ও ভক্তরা উপস্থিত ছিলেন। এর পূর্বে জেলা প্রশাসনের পক্ষে স্বর্ণ কন্যা সাবিনা খাতুনকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী কমিশনার এনডিসি মোঃ মহিউদ্দীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com