বুধবার, ০১ মে ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুন্দরবনে মধু আহরণ শুভ উদ্বোধন অনুষ্ঠানে ২৪ জন হরিণ শিকারির আত্মসমর্পণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে ॥ সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবন খুলনা এর মধু আহরণ শুভ উদ্বোধন অনুষ্ঠানে ২৪ জন হরিণ শিকারির আত্মসমর্পণ করেছে। “উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় গতকাল ১ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন, পশ্চিম বন বিভাগ খুলনা এর আয়োজনে উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বনজীবী, মধু আহরণকারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মধু আহরণ উদ্বোধনীও অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মধু আহরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী। এসনয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রফিকুল ইসলাম, কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, রমজানগর ইউপি চেয়ারম্যান শেখ আলমামুন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম প্রমুখ। প্রতিবছর ১ এপ্রিল থেকে শুরু হয় সুন্দরবনে মধু সংগ্রহের মৌসুম। এদিন বন বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে মৌয়ালদের সুন্দরবনে মধু সংগ্রহের পাস (অনুমতিপত্র) দেওয়া হয়। এজন্য আগেই নৌকা সাজানোর কাজ শেষ করেছেন মৌয়ালরা। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় সূত্রে জানাযায়, ২০২৩ সালে মধু ও মোম আহরণের জন্য ৩৬৫টি অনুমতিপত্র (পাস) দেওয়া হয়। এসব অনুমতিপত্রের বিপরীতে ২ হাজার ৪৫০ জন মৌয়াল সুন্দরবনে প্রবেশ করে। তারা এক হাজার ২২৫ কুইন্টাল মধু ও ৩৬৭.৫ কুইন্টাল মোম আহরণ করেন। আর এ থেকে ২৭ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা সরকারের রাজস্ব আসে। চলতি মৌসুমে এক হাজার ৫০০ কুইন্টাল মধু এবং ৪৫০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা থেকে ৩১ লাখ টাকা রাজস্ব আদায় হতে পারে। অন্যদিকে সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন ইউনিয়নের ২৪ জন সুন্দরবনের হরিণ শিকারি প্রধান অতিথি সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন ও বিভাগীয় বন কর্মকর্তার হাতে আত্মসমর্পণ করেন। প্রধান অতিথী তাদেরকে সুন্দরবনে কোন অবৈধ কাজ করবে না এই মর্মে সপথ বাক্য পাঠ করান ও তাদেরকে সরকারের বিভিন্ন অনুদান দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আত্মসমর্পণকৃত ব্যক্তিরা হলেন, আনারুল ইসলাম, উমর ফারুক, আলাউদ্দিন, খায়রুল আলম, আঃ ছামাদ, উমর ফারুক, আনারুল, আলামিন, ইয়াছিন, সোহেল, মোফাজ্জেল, সিরাজুল ইসলাম, বাবলুর রহমান, ইমান আলী, ইউনুস আলী, শাহআলম, আল-আমিন, শফিকুল ইসলাম, হাফিজুর রহমান, মিজানুর রহমান, আব্দুল আলিম, ইউসুফ, ইসমাইল শেখ, ইসমাইল হোসেন খোকন। অপরদিকে অনুষ্ঠানে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনে বাঘের আক্রমণে ৫ জন শহীদ পরিবারকে ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলাগাছি টহল ফাঁড়ির অফিসার ইনচার্জ জামির হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com