মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হামাসের হামলায় ইসরাইলী সেনা কর্মকর্তা নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪

দৃষ্টিপাত ডেস্ক ॥ দখলদার ইসরাইলি বাহিনী গাজার প্রতিটি প্রান্তকে ক্ষত বিক্ষত, বিপর্যসথ এবং বিপন্ন করেতুলেছে। ইতিহাস আর ঐতিহ্যের গাজা, সুখ সমৃদ্ধির এই উপত্যকা মৃত্যু পুরীতে পরিনত হয়েছে। দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় ইতিমধ্যে একুত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহত ফিলিস্তিনিরা জানেনা যে তাদের অপরাধ কি ? তবে বিশ্ব বাসি আর বিশ্ব মানবতা দেখছে এবং প্রত্যক্ষ করছে তারা গাজা বাসি, তারা ফিলিস্তিনি তাই তাদেরকে প্রতিদিনই নির্মম নিষ্ঠুর মৃত্যু নামক দানবের কাছে পরাজিত হতে হচ্ছে। দখলদার ইসরাইলি বাহিনী জেনে শুনে বুঝেই একের পর এক ফিলিস্তিনিকে হত্যা করছে। ইসরাইলি লক্ষ্য তারা যদি ফিলিস্তিনিদেরকে একের পর এক হত্যাযজ্ঞ পরিচালনা না করে তাহলে গাজা উপত্যকায় ফিলিস্তিনি বসতি বাড়তে থাকবে আর তখন তাদের দখল দারিত্ব প্রতিবন্ধকতার মুখে পড়বে। গতকাল ও দখলদার বাহিনী গাজার পশ্চিম ও উত্তর অঞ্চলে ব্যাপক হামলা পরিচালনা করেছে। গাজার বিখ্যাত ও অত্যাধুনিক হাসপাতাল আল আকসাতেও গতকাল দখলদার বাহিনী বর্বর ও পৈশাচিক হামলা চালিয়েছে। পশ্চিম গাজায় দখলদার ইসরাইলি বাহিনী তাদের বসতি স্থাপন অব্যাহত রেখেছে। ইসরাইলের গৃহায়ন মন্ত্রণালয় গতকাল নতুন ভাবে এক ঘোষনায় বলেছে যে আগামীতে পশ্চিম গাজাতে তিন সহস্রাধিক বসতি স্থাপন করা হবে এমন ঘোষনায় ফিলিস্তিনিদের মাঝে নতুন ভাবে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন গাজার পশ্চিমে ইসরাইলি বসতি স্থাপনের ঘোষনায় উদ্বেগ জানিয়ে বলেছে পশ্চিম গাজায় ইহুদী বসতি স্থাপন করা যুদ্ধাপরাধের সামিল। এদিকে গাজায় গণহত্যার প্রতিবাদে গতকাল বৃটেনের লন্ডন শহরে লাখ লাখ মানুষ সমাবেশ করেছে। ইসরাইলের বিরুদ্ধে বিশ্ববাসিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহাবান জানানো হয়েছে। যুদ্ধাপরাধের সামিল। এদিকে ইসরাইলের বর্বর বাহিনী গাজায় বিভিন্ন এলাকাতে হামাস যোদ্ধাদের দ্বারা প্রবল ভাবে প্রতিরোধের সম্মুখিন হচ্ছে। এমন কোন দিন নেই এমন কোন সময় নেই যে দিনেবা সময়ে দখলদার বাহিনীর হামলায় ইসরাইলিরা নিহত ও আহত হচ্ছে না। আবার হামাসের হামলায় দখলদার সেনারা হতাহত হচ্ছে না। কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা জানিয়েছে দখলদার বাহিনীর এক সেনা কর্মকর্তা হামাসের হামলায় নিহত হয়েছে। ইসরাইলের উগ্রমন্তী স্নোটরিচের এর ভাই মেজর অ্যাশিশার উক্তসেনা কর্মকর্তা গত শুক্রবার হামাসের প্রতিরোধ হামালায় নিহত হয়। এ সময় অপর এক সেনাকর্মকর্তা মারাত্মক ভাবে আহত হয়েছে। আজ জাজিরা আরও জানিয়েছে আহত সেনা কর্মকর্তাদেরকে ইসরাইলের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সেনা কর্মকর্তার পরিচয় এবং নিহত হওয়ার বিষয়টি ইসরাইল স্বীকার করেছে এবং একই সাথে গাজা যুদ্ধে তাদের আড়াই শতাধীক সেনা সদস্য ও সেনা কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। অবশ্য হামাসের পক্ষ হতে বলা হচ্ছে যে গাজা যুদ্ধে হামাসের প্রতিরোধ হামলায় অন্তত পাঁচ সহস্রাধীক সেনার নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এদিকে হামাসের পক্ষ হতে গতকাল তাদের মুখপাত্র আবু ওবাইদা বলেছেন রাফা শহরের দখলদার বাহিনী মধ্যযুগীয় বর্বরতায় অবতীর্ণ হলেও প্রতিটি পরতে পরতে তারা হামাসের হাতে ক্ষতির সম্মুখিন হচ্ছে। এদিকে দখলদার ইসরাইলি বাহিনীর সেনা প্রধান গতকাল গাজা পরিদর্শন শেষে বলেছে যতদিন সাফল্য না আসবে ততোদিন পর্যন্ত গাজা যুদ্ধ চলবেই। এদিকে আর রোজার সময় নেই, আগামী কাল হতে শুরু হচ্ছে পবিত্র রমজান। বিশ্ব নেতৃত্ব বলে চলছিল যে রোজার পূর্বে। যুদ্ধবিরতি হবে কিন্তু বাস্তবে তা হয়ত হচ্ছে না। রোজার দিনগুলোতে ইহুদীবাহিনী ফিলিস্তিনিদের উপর বিমান হামলা চালিয়ে হত্যাযজ্ঞ পরিচালনা করবে বিষয়টি কতটুকু বেদনাদায়ক ও মর্মান্তিক,মার্কিন যুক্তরাষ্ট্র দাবী করেছে যে তারা হুতি যোদ্ধাদের অন্তত চৌদ্দটি ড্রোন মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com