শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

এফএনএস : আজ (বুধবার) ১১ জানুয়ারি, ২০২৩। ১১৫৮ – দ্বিতীয় ভ­াদিস্লাভ বোহেমিয়ার রাজা হন। ১৬১৩ – মোগল স¤্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন। ১৬৯৩ – ইতালির সিসিলিতে মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট শক্তিশালী ভ‚মিকম্পে সিসিলি ও মাল্টায় ব্যপক ধ্বংসযজ্ঞ। ১৭৫৯ – যুক্তরাষ্ট্রে প্রথম জীবন বীমা কম্পানি যাত্রা শুরু করে। ১৭৭৯ – চিং-থাং কোম্বা মণিপুরের রাজা হিসেবে অভিষিক্ত হন। ১৭৮২ – সিংহলের ত্রিংকোমালির কাছে ব্রিটিশের কাছে ডাচ বাহিনী আত্মসমর্পণ করে। ১৮৪৬ – নন্দকুমার কবিরতেœর সম্পাদনায় পাক্ষিক ‘নিত্য ধর্মানুরঞ্জিতা’ পত্রিকা প্রকাশিত হয়। ১৮৬৬ – অষ্টেলিয়া যাবার পথে জাহাজ ‘লন্ডন’ বিধ্বস্ত হয়ে ২৩১ জনের মৃত্যু। ১৮৭৯ – এ্যাংলো-জুলু যুদ্ধ শুরু। ১৯০৮ – গ্রান্ড ক্যানিয়ন জাতীয় সৌধ তৈরী করা হয়। ১৯২২ – মানবদেহে ডায়াবেটিস রোগের জন্য প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার। ১৯২৬ – জেদ্দায় ইবনে সউদ কর্তৃক নিজকে হেজাজের বাদশাহ ঘোষণা করেন। ১৯২৮ – সোভিয়েত রাশিয়ার নেতা জোসেফ স্টালিন তৎকালীন বলশেভিক নেতা লিও ট্রটস্কিকে নির্বাসনে প্রেরণ করেছিলেন। ১৯৩৪ – বাংলার বীর বিপ্লবী সূর্যসেনকে ব্রিটিশ সরকার চট্টগ্রামের জেলখানায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। ১৯৩৮ – চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ইয়াংসি নদী ব্যুরোর মুখপত্র ‘সিনহুয়া’ ডেইলি উহান শহরের হানখৌতে প্রকাশিত হয়। ১৯৫৫ – পাকিস্তান মন্ত্রীসভার সিয়াটো চুক্তি অনুমোদন। ১৯৬৬ – ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬৫ সালে সংঘটিত যুদ্ধের সমাপ্তিতে তাসখন্দ চুক্তি সম্পন্ন হয়। ১৯৭১ – প্রেসিডেন্ট ইয়াহিয়া ঢাকায়। ১৯৭১ – “আওয়ামী লীগ একাই কেবলমাত্র কেন্দ্র ও পূর্ববাংলায় মন্ত্রিসভা গঠনে সক্ষম। ছয়দফার ভিত্তিতে সংবিধান প্রণয়নের মাধ্যমে জনতার দাবি প্রতিষ্ঠা করা সম্ভব।”-শেখ মুজিব। ১৯৭২ – অস্থায়ী শাসনতান্ত্রিক আদেশ জারি। ১৯৭২ – বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই ঘোষণা অনুযায়ী একটি গণপরিষদ গঠিত হয়। ১৯৭২ – বাংলাদেশকে পূর্ব জার্মানি ও মঙ্গোলিয়ার স্বীকৃতি দান। ১৯৭২- মঙ্গোলিয়া এবং পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। ১৯৭৩ – গণভবনে আওয়ামী লীগ সাংগঠনিক কমিটির জরুরি সভা। ১৯৭৪ – কথাশিল্পী সৈয়দ মুজতবা আলী মৃত্যুবরণ করেন। ১৯৭৬ – ইকুয়েডরে শান্তিপূর্ণ সামরিক অভ্যুত্থান ঘটে। ১৯৭৬ – যুক্তরাষ্ট্রের সিনেটর মিঃ ম্যাক গভার্নের ঢাকা আগমন। ১৯৭৮ – ১ম জাতীয় গাইডক্যাম্প উদ্বোধন। ১৯৭৮ – ঢাকায় সামরিক আদালতে ৮ জনের মৃত্যুদণ্ড। ১৯৭৯ – ইরানের ইসলামি বিপ্লবের সবচেয়ে স্পর্শকাতর সময় চলছিলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com