বুধবার, ০১ মে ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইতিহাসে প্রতিদিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস : আজ (শনিবার) ০৯ সেপ্টেম্বর, ২০২৩। ০৫৭২ – তৎকালীন দুই পরাশক্তি ইরান ও রোম সাম্রাজ্যের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়। ১৭৯১ – প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামানুসারে আমেরিকার রাজধানীর নামকরণ হয় ওয়াশিংটন ডিসি। ১৮৫০ – ৩১তম রাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। ১৮৮১ – আরব পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদীরা সংগঠিত হয়। ১৯১৫ – বিপ্লবী বাঘা যতীন [যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়] ও তার সহযোদ্ধারা ‘কোপতিপোদার যুদ্ধে’ ব্রিটিশবিরোধী সংঘর্ষে লিপ্ত হন। ১৯২০ – আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। ১৯২৩ – প্রজাতান্ত্রিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক রাজনৈতিক দল ‘রিপাবলিকান পিপল্স পার্টি’ প্রতিষ্ঠা করেন। ১৯৩৯ – বার্মার (বর্তমান মিয়ানমার) জাতীয় বীর ইউ উত্তামা ঔপনিবেশিক ব্রিটিশ শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে জেলের ভেতর অনশন ধর্মঘটে মৃত্যুবরণ করেন। ১৯৪৫ – চীন দখলকারী জাপানী বাহিনী আত্মসমর্পণ করার পর একটি চুক্তি স্বাক্ষর করে। ১৯৪৮ – পৃথক রাষ্ট্র হিসেবে গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে। ১৯৪৮ – উত্তর ও দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা ঘোষণা। ১৯৬০ – ভারত ও পাকিস্তানের মধ্যে ্রসিন্ধু নদ জল চুক্তিগ্ধ স্বাক্ষর। ১৯৬৩ – সারাদেশে সংবাদপত্র ধর্মঘট। ১৯৬৯ – কানাডাতে অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট বাস্তবায়িত হয়। যার মাধ্যমে ফরাসী ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায়। ১৯৭০ – একটি ব্রিটিশ বিমান পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেষ্টাইন দ্বারা হাইজ্যাক করা হয়। বিমানটি জর্ডানের ডাওজন ফিল্ডে নেয়া হয়। ১৯৭২ – ঢাকাণ্ডবগুড়া সরাসরি টেলিফোন ডায়ালিং চালু। ১৯৭৪ – পুলিশের ২০৪ মণ লবণ উদ্ধার, ৪ জনকে গ্রেপ্তার। ১৯৭৬ – ১৮টি মহকুমায় সংক্ষিপ্ত সামরিক আদালত গঠিত। ১৯৭৮ – ঘোড়াশালে ট্রেনার বিমান দুর্ঘটনায় একজন শিক্ষার্থী পাইলট নিহত। ১৯৭৯ – ডাকাতির অভিযোগে সিলেটে ৫ জন আনসার গ্রেপ্তার। ১৯৮০ – ছাত্রসংঘর্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা। ১৯৮২ – সংবাদপত্রজীবীদের জন্য বেতন বোর্ড গঠন। ১৯৮৩ – নোয়াখালির পল্লীতে পাগলের হাতে ৫ জন আত্মীয় খুন। ১৯৮৩ – ইরাকি ফুটবল দলের প্রেসিডেন্ট গোল্ডকাপ বিজয়। ১৯৮৭ – লীগ শিরোপা নির্ধারণী খেলায় আবাহনী-মোহামেডানের আপোশ রফা, ফলাফল স্থগিত, কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। ১৯৮৯ – ভোটার তালিকা তৈরির কাজ শুরু। ১৯৮৯ – ফার্স্ট লেডির পথকলি ট্রাস্ট সদর দপ্তর উদ্বোধন। ১৯৮৯ – ঢাকায় কর্মশালায় প্রকাশ, দেশে মানসিক রোগীর সংখ্যা ৭৫ লাখ। ১৯৯১ – সোভিয়েত প্রজাতন্ত্র তাজাকিস্তানের স্বাধীনতা ঘোষণা। ১৯৯১ – তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৯৩ – পিএলও বা প্যালেষ্টাইন লিবারেশন অরগানাইজেশন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে। ১৯৯৩ – পিএলও এবং ইসরাইলের মধ্যে পরস্পরকে স্বীকৃতিদান। ১৯৯৪ – ঢাকা পরিবহণ মালিক সমিতির আহ্বানে রাজধানীতে পরিবহণ ধর্মঘট। ১৯৯৮ – চুক্তিবিরোধী তিন পাহাড়ি সংগঠনের সঙ্গে সমঝোতা বৈঠকের জন্য জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমার প্রস্তাব। ১৯৯৮ – ডিএনডি বাঁধ রক্ষায় সেনাবাহিনী মোতায়েন। দেশে ব্যাপক ধ্বংসলীলা, টঙ্গী বিসিক এলাকায় ৬১ কারখানা, জলমগ্ন। বাঁধ ভেঙ্গেছে পটুয়াখালী, বরিশাল, গাইবান্ধা ও নাটোরে। ঢাকার সঙ্গে ময়মনসিংহ ছাড়া দেশের অন্যান্য শহরের যোগাযোগ বিচ্ছিন্ন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com